৪০তম বিসিএস প্রিলিমিনারি: শেষ মুহূর্তের প্রস্তুতি

৪০তম বিসিএস প্রিলিমিনারি: শেষ মুহূর্তের প্রস্তুতি

রহমত আলী শাকিল
পররাষ্ট্র ক্যাডারে ১ম, ৩৭তম বিসিএস
Image result for ৪০তম বিসিএস প্রিলিমিনারি: শেষ মুহূর্তের প্রস্তুতি
৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আর একমাস বাকি। শেষ সময়ের প্রস্তুতিতে অবশ্যই ভালো মডেল টেস্ট বই থেকে বিষয়ভিত্তিক প্র‍্যাকটিস করতে হবে, পাশাপাশি এই টপিকগুলো যাতে মিস না হয়:
১. বিগত বিসিএস প্রিলির প্রশ্ন।
২. কারেন্ট অ্যাফেয়ার্স বিশেষ সংখ্যা (বাংলা, বাংলাদেশ, আন্তর্জাতিক, বিজ্ঞান, কম্পিউটার)।
৩. কারেন্ট অ্যাফেয়ার্স: সালতামামি+ জানুয়ারি-মার্চ '১৯।
৪. বাংলা ব্যাকরণ: ধ্বনি ও বর্ণ, বানান শুদ্ধিকরণ, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, বাক্য শুদ্ধিকরণ, প্রয়োগ-অপপ্রয়োগ, পরিভাষা (বিগত প্রশ্ন- বিসিএস, পিএসসি), সমার্থক শব্দ, শব্দ (উদাহরণ), প্রকৃতি-প্রত্যয়, সন্ধি, সমাস।
৫. বাংলা সাহিত্য: বিগত প্রিলি ও লিখিত প্রশ্ন, চর্যাপদ, মঙ্গলকাব্য, বৈষ্ণব পদাবলি, মুসলিম সাহিত্য, পুঁথি সাহিত্য, লোক সাহিত্য ও অন্যান্য, রবীন্দ্রনাথ, নজরুল, পত্রিকা ও সম্পাদক, ভাষা আন্দোলন-মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য, মাইকেল, বঙ্কিম, ফোর্ট উইলিয়াম কলেজ, জসীম, বাংলা ভাষা-সাহিত্য ইতিহাসের বই, ছদ্মনাম, গদ্য ও নাটকের ইতিহাস, শরৎ, আলাউদ্দিন আল আজাদ, তারাশঙ্কর, মানিক, আখতারুজ্জামান ইলিয়াস, ভ্রমণকাহিনী, সৈয়দ শামসুল হক।
৬. English Grammar (based on your strength): Number, Participle, Gerund, Infinitive, Preposition, Verb (Tense, Right forms), Noun, Adverb, Classification of Phrases, Idioms, Clauses, Transformation (Simple Complex Compound, Voice, Narration), One word substitution, Synonym-Antonym (Previous questions).
৭. English Literature: Literary Terms, Periods of Literature, Previous que, W. Shakespeare, G.B.Shaw, J. Swift, J.Milton, Indian Writers, Romantic Poets, C. Dickens, J.Austen, W.B.Yeats, J.Joyce, E. Spenser, M.Arnold.
৮. বাংলাদেশ বিষয়াবলি: বিগত প্রিলি ও লিখিত প্রশ্ন, সংক্ষেপে প্রাচীন-ব্রিটিশ ইতিহাস, প্রাচীন জনপদ, পাকিস্তান শাসনামল ও মুক্তিযুদ্ধের বিস্তারিত, কৃষিজ জাত, কৃষিভিত্তিক প্রতিষ্ঠান, কোন জেলায় কোনটা বেশি উৎপাদন, জনসংখ্যা ও আদমশুমারি, আদিবাসী, বাজেট ও অর্থনৈতিক সমীক্ষা, নতুন অর্থনৈতিক উদ্যোগ ও প্রকল্প, শিল্প, পণ্য আমদানি-রপ্তানি, ব্যাংক ও বীমা, সংবিধানের প্রধান প্রধান ধারা ও সংশোধনী, সংসদ ও নির্বাচন, আইন প্রণয়ন প্রক্রিয়া ও নীতি নির্ধারক কমিটি, জাতীয় ও স্থানীয় প্রশাসন, জাতীয় অর্জন ও খেলাধুলা।
৯. আন্তর্জাতিক: বিগত প্রিলি ও লিখিত প্রশ্ন, সদর দপ্তর, জাতিসংঘ ও প্রধান কিছু অর্থনৈতিক সংস্থা, সাম্প্রতিক আঞ্চলিক সংগঠন, পরিবেশ, সাম্প্রতিক আন্তর্জাতিক দ্বন্দ্ব ও ভূ-রাজনীতি।
১০. ভূগোল: বিগত প্রশ্ন, বাংলাদেশের ভূগোল (নদী ও পূর্বনাম, দর্শনীয় স্থান, এফসিডিআই, ভূ-প্রকৃতি), জলবায়ু ও পরিবেশ (তাত্ত্বিক), দুর্যোগ ব্যবস্থাপনা।
১১. সাধারণ বিজ্ঞান: বিগত প্রিলি ও লিখিত প্রশ্ন, সাম্প্রতিক ও আলোচিত রোগ।
১২. কম্পিউটার: বিগত প্রিলি ও লিখিত প্রশ্ন।
১৩. গণিত: বিগত প্রশ্ন, লাভ-ক্ষতি, অনুপাত-সমানুপাত, বীজগাণিতিক সূত্র, অসমতা, লগারিদম, সূচক, ধারা, পরিমিতি, জ্যামিতি, সেট ও ভেনচিত্র, সমাবেশ, সম্ভাবনা।
১৪. মানসিক দক্ষতা: বিগত প্রিলি ও লিখিত প্রশ্ন।
১৫. নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন: বিগত প্রশ্ন, আমার শিট।
পরিশেষে একটাই কথা, মনে রাখবেন প্রিলিতে তারাই টিকে, যারা কমন/পারা জিনিস কম ভুল করে এবং আন্দাজে কম দাগায়। আর তারাই বাদ পরে, যারা প্র‍্যাকটিসের অভাবে পারা জিনিসও ভুল করে আসে। সবার জন্য শুভ কামনা!

No comments

Powered by Blogger.