লক্ষ্য যখন Golden A+ or A+

লক্ষ্য যখন Golden A+ or A+

Image result for লক্ষ্য যখন Golden A+ or A+

>>>প্রথমেই যেটি আপনার দরকার সেটি হলো নিজের প্রতি নিজের আত্নবিশ্বাসী হওয়া।
#১০০% উত্তর প্রদান করা অনেকের পক্ষেই সম্ভব হয় না তবে ৯৫-৯৮% উত্তর করাই যায় ;যেখানে আপনার দরকার ৮০+ নম্বর।
#লিখিত এবং MCQ উভয় দিকই ভালো করতে হবে কারণ কোন এক অংশ মন্দ হলে A+ আসবে না।। ৩০ টি mcq তে আপনি যদি ২৩/২৪/২৫ নম্বর অর্জন করেন তবে লিখিত ৭ টি প্রশ্নে ১০ এ ৮/৯ করে গড় নম্বর পেয়ে যাবেন তাহলে দেখা যাবে ৫৬থেকে ৬০+ নম্বর আপনি পাবেন। আপনাকে লিখিত প্রত্যেকটি প্রশ্নকেই সমান গুরুত্ব ও সম সময় দিয়ে লিখতে হবে স্বচ্ছ করে।
#সৃজনশীল প্রশ্নের উত্তরে জ্ঞানমূলক প্রশ্ন কোনভাবেই ভুল করা যাবে না। "খ" তে জ্ঞান+অনুধাবন "গ"তে জ্ঞান+অনুধাবন+প্রয়োগ এবং "ঘ" তে জ্ঞান+অনুধাবন+প্রয়োগ+উচ্চতর দক্ষতা ভাবেই লিখতে হবে। কতটুকু লিখব? 'ক' এবং 'খ' এক পৃষ্টাতে লিখলেই হবে এখানে ( ১ নং প্রশ্নের "ক" এর উত্তর আবার "খ" এর উত্তর) এভাবে লিখার দরকার নাই;আপনি প্রথমেই ১ নং প্রশ্নের উত্তর "নীল" বলপেন দিয়ে লিখবেন এবং "ক" "খ" "গ" "ঘ" (নীল বলপেন) লিখে উত্তর লিখবেন। সুবিধা হলো ২৮ বার আপনাকে একই বাক্য লিখা লাগবে না ৭ বার লিখলেই হবে।
#কালো,নীল ও সবুজ বলপেন ব্যবহার করবেন আর যারা রেখা বা কষি অথবা মার্জিন টানেন খাতায় তারা পেন্সিল দিয়ে টানবেন। এক্সাম উপকরণ গুলো সাথে নিয়ে আসবেন
#রোল,রেজিষ্ট্রেশন কোন ভাবেই ভুল লিখবেন না।খারাপ ভাষায় কিছু লিখবেন না এবং সাধু চলিত মিশ্রণ করবেন না। চলিত ভাষায় শুদ্ধ বানানে লিখবেন।
#প্রতিটি উদ্দীপক ২ মিনিট সময় নিয়ে পড়ে,বুঝে উত্তর লিখবেন, ক্লাস লেকচার,নিজের পড়ার প্রতি মনোযোগ দিবেন।
#অন্যের দেখে বা হেল্প নেওয়াই যায় তবে সর্বদা না, A+ পাইতে আপনার নিজ কর্মই প্রধান।
#MCQ উত্তর প্রদানের পূর্বে ফাঁকা সময় টুকু হৈ,হুল্লোড় না করে চুপ করে বসে থাকবেন প্রশ্ন পাওয়া মাত্র যেগুলো আপনি শতভাগ শিউর সেগুলোর বৃত্ত কালো কালির বলপেন দিয়ে ভরাট করবেন। উচ্চতর দক্ষতা মূলক প্রায় চারটি প্রশ্ন থাকে সেই সাথে প্রয়োগ যেটাতে অনেক গুলোই উত্তর হয় সেগুলো একটু সময় নিয়ে হ্যা বা না মিলাবেন যেটা পুরোটাই আপনার দক্ষতার ও অধ্যায় পড়ার উপর নির্ভরশীল। মনে রাখবেন এসকল প্রশ্নের উত্তর অনেক অধ্যাপকরাও ভুল করেন সেখানে আপনিও পারবেন যদি আপনার সেই টপিক টি পড়া থাকে। যেমন "পাললিক শিলা বা পর্বতের বৈশিষ্ট্য যদি আপনার জানা থাকে তবেই উত্তর করতে পারবেন।
#লিখিত একটি প্রশ্ন ধরতে বা কমন না আসলে কী করবেন? উত্তর ছেড়ে আসবেন? আমি বলব কখনোই না। আপনি যেটা করবেন ঐ প্রশ্নটি আবার পড়বেন দেখবেন ৪০/৫০% বুঝতে পারবেন বাম/ডান হতে জ্ঞান মূলক টা হেল্প নিতে পারলে নিবেন তারপর গুছিয়ে ঐ টপিক সম্পর্কে লিখবেন আশা করি হতাশ হবেন না গড় নম্বরটা পেয়ে যাবেন।
#বাংলা বা ইংরেজি দু পত্র মিলে যেমন পাশ তেমনি উভয় মিলে ১৬০ পেলে A+ পাবেন। এখানে চেষ্টা করবেন বাংলা ২য় পত্রে পূর্ণ ৮৩+ নম্বর তোলার জন্য। মনে রাখবেন ১৫৮/১৫৯/৭৯ পেলেও আপনাকে ১৬০/৮০ করে দিবেন না বোর্ড। কথিত রয়েছে পূর্বে দিতো, পূর্বের কথা বাদ দিন আপনার টারগেট ১৬০ থাকবে না থাকবে ১৬০+। রচনা,সারাংশ, লিখিতগুলো গুছিয়ে লিখবেন,ভুল যেনো না হয়।।
#এক্সাম হলে কোন ভাবেই ভয় পাবেন না। কেন্দ্র যত সহজ বা হার্ড হোক না কেনো আপনার আসনে আপনি রাজা/রানী😎। কোন ভাবেই ভয় নিবেন না ; চিল মুডে পরীক্ষা হবে আর হ্যাঁ ভাই ও বোনেরা আয়তুল কুরসী পাঠ করে বাড়ি হতে বের হবেন,মা-বাবার দোয়া নিবেন। দেখবেন ভয়-ভীতি কাছেও আসার সাহস পাবে না। আপনি অবশ্যই পারবেন।
#আগে ঘর তবে তো পর। বাক্যটি মনে রাখবেন। এক্সাম হলে নিজের টাই নিজে দেখবেন। সামনের বা ব্যাক ব্যাঞ্চার হন না কেনো এক্সাম হলে আপনি পরীক্ষার্থী সুতরাং আপনিও দেখিয়ে দিন।
#A+ বা গোল্ডেন এ+ দিয়ে কী হবে বা না পেয়েও তো ভার্সিটি, মেডিকেল চান্স হয়। যা হয় হোক বা না হোক A+ পেতেই হবে এটাই আসল কথা। A+ না পেলে কী হবে বা হয় অবশ্যই জানেন কিছুটা। কম জিপিএ দিয়ে যারা চান্স পায় তারা অবশ্যই আমার,আপনার থেকে ট্যালেন্ট।
#ব্যবহারিক নম্বর পূর্ণটা যেনো আসে সে জন্য স্যারদের সাথে ভালো আচরণ করবেন কোন ভাবেই কোন কোন্দল যেনো না হয়। ঐ নম্বর টা আপনার জন্য দরকারী।
#দু, এক বিষয়ে A+ ছুটে যেতেই পারে সে ক্ষেত্রে আপনার এ+ আসবে,গোল্ডেন টা হয়তো আসবে না। মনে রাখবেন ইন্টারের রেজাল্ট এর উপরে ঢাবিতে ৫০,জাবিতে ১২, মেডিকেল সহ অনেক স্থানেই আপনার নম্বর গচ্ছিত।
#এতদিন যা প্রস্তুতি,টিউশন, কোচিং,ক্লাস করেছেন,কষ্ট করেছেন বাবা-মার স্বপ্ন টাকে পূরণের জন্য একটু চেষ্টা করুন।
#বিএফ,জিএফ,ফেসবুক হতে দেড় মাস বিরত থাকুন (আর থাকলেও ২৪ ঘন্টায়১০ মিনিট সময় দিন) অনলাইন পড়া আপাতত বাদ দিন,কনভারশেসন বাদ দিন।সারাবছর যা পড়ছেন এক্সাম চলাকালীন সময় টা কাজে লাগাবেন।
#প্রত্যেকটি এক্সামের আগে বিষয় ভিত্তিক অধ্যায় গুলো পাঠ করবেন।
সময় স্বল্পতার জন্য বিস্তারিত না লিখে সংক্ষেপে ক্ষুদ্র নির্দেশনা দিলাম,অনুসরণ করবেন সাথে নিজের অভিজ্ঞতা সংযুক্ত করে নিবেন;সফলতা নিশ্চিত।
Shoriful Islam
Jahangirnagar University

No comments

Powered by Blogger.