Barons TOEFL Analysis : Part 6

Barons TOEFL Analysis : Part 6

Image result for Barron's TOEFL Analysis : Part 1

#BarronsTOEFLAnalysis : Part 6Rule (52-60)

-
আগেই বলে রাখছি, টোফেলের এই অংশ টা Noun নিয়ে। Noun এর Portion টা একটু আলাদা। ব্যাপার গুলো একটু মুখস্থ রাখতে হয়। যেমন : কোন গুলা Count Noun, কোনগুলা দেখলে মনে হয় Count Noun কিন্তু Non-Count Noun. কোন Noun বাক্যে কোন অর্থে বসলে Non count Noun হয়, কোন অর্থে বসলে Count Noun হয়। কোন Determiner Non-Count noun এর আগে বসে, কোন Determiner Count Noun এর আগে বসে, কোন গুলো আবার দুটোর আগেই বসে। অর্থাৎ ব্যাপার গুলো বোঝার থেকে বেশী মনে রাখতে হবে। রুলস আলোচনা করার আগে একটু Definition টা বলে রাখি। Count Noun, Non-Count Noun এর Definition নিয়ে অনেকেরই কিছু ভ্রান্ত ধারনা আছে। 
Count Noun :
#Singular & Plural form হয়।
#Article ব্যাবহৃত হয়।
#সংখ্যাবাচক শব্দ (Certain number- One, two) ব্যাবহৃত হয়।
-
Non-Count noun :
#Singular & Plural হয় না।
#সাধারণত article &সংখ্যাবাচক শব্দ ব্যাবহৃত হয় না।
-
অর্থাৎ ব্যাপার টা ঠিক এমন না যে গণনা করা গেলে Count, না করা গেলে Non-Count।এমন অনেক example আপনারা পাবেন যেগুলা গননা করা যায় কিন্তু Non-Count Noun. এটি মূলত ওপরোক্ত বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে।
-
Rule 52 : 
কোন কিছুর নাম(Boy,car,dog), unit এর Measurement (Degree, Pound), সমাজের বিভিন্ন শ্রেনী,উপাদান (Family, Language) , বিভিন্ন Container (Bottle, Jar), স্বল্প সংখ্যক Abstract Noun(Idea,plan) এরা Countable Noun. বইতে আরো উদাহরন দেয়া আছে। এগুলার পূর্বে Article, সংখ্যাবাচক শব্দ হয়। এগুলোর Singular & Plural হয়।
-
Rule 53 :
খাবার (Bread, Butter), Material যেগুলোকে আমরা বিভিন্ন ধরনের আকৃতি দিয়ে থাকি (Wood, Iron), তরল পদার্থ (Oil, Water), Natural Substance (Ice, Water,Smoke), ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বিভক্ত থাকা বস্তু (Rice, Sugar), পরিধেয় বস্তু(Clothing, Sock) আসবাব (Furniture), ভাষার নাম (Arabic), Abstract Noun (Beauty) , Gerund (V+ing) সাধারণত Non Count Noun. এগুলার Singular & Plural হয় না ; Article বা সংখ্যাবাচক শব্দ এর পূর্বে হয় না।
নমুনা প্রশ্ন :
______means different things to different person.
A. Happiness B.A happiness C. The Happiness D. Happiness' 
-
Rule 54 :
একটি Noun একই সাথে Countable & Non-Countable হতে পারে। এ ধরনেত Noun গুলো Count নাকি Non -Count সেটি নির্ভর করে Noun টি Sentence এ ঠিক কোন অর্থে ব্যাবহৃত হয়েছে তার ওপর। যেমন
Light যদি Lamp অর্থে ব্যাবহৃত হয় তবে সেটি Countable, যদি Absence of darkness অর্থে ব্যাবহৃত হয় তবে সেটি Non-Count. ঠিক একই ভাবে Work কোন শিল্পকর্ম অর্থে ব্যাবহার হলে Countable ; employment অর্থে ব্যাবহার হলে Non-Countable. Work, Light Countable। অর্থে ব্যাবহার হলে a/an/singular/plural হবে; Non-countable অর্থে ব্যাবহার হলে হবে না।
নমুনা প্রশ্ন :
She needs to find ___
a. work b.works c. a work d. the work
-
Rule 55 : 
কিছু শব্দ আছে যেগুলোর অর্থ প্রায় এক কিন্তু একটি শব্দ Non-Countable আরেকটি Non-Countable. যেমন : Climate - Count Noun(article বসবে; singular plural হবে), Weather - Non - Countable. Sunbeam - Countable(article,singular,plural হবে) ; Sunlight - Non-countable.
নমুনা প্রশ্ন :
The shape of ______ is unique
a. a snowflake b. snowflakes c.snowflake d.the snowflake
-
Rule 56 : 
Advice, Anger, Homework, Money, Poetry, Anger, Ignorance, Music, Poverty, Courage এ ধরনের শব্দ গুলো অন্যান্য ভাষায় Countable noun হলেও ইংরেজী তে এগুলা Non-Countable Noun. অর্থাৎ এগুলার আগে Article, সংখ্যাবাচক শব্দ বসে না ;Singular Plural হয় না।
নমুনা প্রশ্ন :
Do you have ______ about it?
a. information b. an information c. informations d. a information
-
Rule 57 :
Non-countable noun গুলোকে singular ; plural expression দিতে চাইলে A piece of / Two pieces of, A slice of/Two slices of, A bar of /Two bars of এ ধরনের Determiner ব্যাবহৃত হয়।যেমন : A piece of advice ; Two pieces (piece না) of advice (advices না), A loaf of bread, Two loafs of bread.
-
Rule 58 :
Singular count noun / non - count noun : Kind of / type of (kinds of না ; types of না ; kind/type of ছাড়া বসবে না)
Plural count noun : Kinds of / types of (kind of না ; type of না ; kind & type of ছাড়া বসবে না)
-
Rules 59 :
একটি sentence এ Noun হিসেবে কিংবা Subject হিসেবে Infinitive (To+verb) ; Gerund (Verb+ing) ব্যাবহৃত হয়। শুধু verb / the + verb ব্যাবহৃত হতে পারে না। এবং Gerund or Infinitive subj এর কাজ করলে verb টাও হয় singular.যেমন :
To sneeze/Sneezing spreads(spread না) germs. The sneeze অথবা Sneeze না। 
নমুনা প্রশ্ন : 
_____ a foreign language is more difficult
a. to read b. to reading c. read d. reads e. the read
-
Rule 60 :
The + Gerund / Non- countable noun + of
অর্থাৎ Gerund / Non-countable noun বাক্যের শুরুতে বসলে এবং তার পরে of থাকলে অবশ্যই Gerund/Non-countable noun এর পূর্বে The বসবে।
যেমন :
The possibility of winning the match is about 0%
The planning of cities is not a new idea.
নমুনা প্রশ্ন :
_____ is an art
a. the writing
b. writing of
c. the writing of
d. to writing of


No comments

Powered by Blogger.