Barons TOEFL Analysis : Part 5


#BarronsTOEFLAnalysis : Part 5
Rules (42-51)
Image result for Barron's TOEFL Analysis : Part 1
Subjective Pronoun :
1.বাক্যে Subject এর স্থানে Subjective pronoun বসে। I, You, He, She, It, We, You, They বাক্যের Subjective pronoun হিসেবে কাজ করে।অর্থাৎ এরা বাক্যে Subject এর স্থানে বসে Subject এর কাজ করে। 
নমুনা প্রশ্ন : 
Many people believed that ______ & the president shared their responsibilities. 
a.she b.her c.him d.herself
2. Subjective pronoun বাক্যে complement রুপে ব্যাবহৃত হয়। অর্থাৎ একটি বাক্যে কমপ্লিমেন্ট এর স্থানে Subjective pronoun বসে। ব্যাপার টিকে একটি স্ট্রাকচার এর আকারে যদি রুপ দেই তবে -
It + be verb + Subjective pronoun(এই অংশ টুকু কমপ্লিমেন্ট নামে পরিচিত) + Relative pronoun + extension(Relative pronoun যুক্ত অংশ টি বাক্যে নাও থাকতে পারে)
যেমন : It is I who am responsible (it is me না)
নমুনা প্রশ্ন : After he had risen from the death, people said, ________
a. It is him
b. It is he
c. It is his
d. It is himself 
-
Object Pronoun :
1.বাক্যে object এর স্থানে objective pronoun ব্যাবহৃত হয়। Objective pronoun বাক্যের object রুপে কাজ করে। 
Me, you, her, him, it, us, you, them একটি বাক্যে object pronoun হিসেবে কাজ করে।
নমুনা প্রশ্ন : 
Let ____ try to reach an agreement
a. us be. we c. ourselves d. our
2. Preposition এর পরে sentence এ object pronoun ব্যাবহৃত হয়। 
নমুনা প্রশ্ন :
The cake is from jan & the flower are from Lary & _____
a. we b. us c.ourselve d. your
-
Possessive pronoun : 
Possessive pronoun + verb + ing
অর্থাৎ verb + ing এর পূর্ববর্তী pronoun Possessive pronoun হবে। 
যেমন : This is my reading room.
-
নমুনা প্রশ্ন : 
He is surprised by ____ having to pay for the accident.
a. you b. your c.myself d.yours
-
মানব দেহের অংশবিশেষ এর পূর্বে Possessive pronoun ব্যাবহৃত হয়। কখনোই Article the ব্যাবহৃত হয় না।
I get hurt on ____ arm
a. the b. my c. me d. myself 
-
Relative pronoun :
ব্যাক্তি বোঝাতে who - I am the person who works here
বস্তু বোঝাতে which - This is the type writer which I use
Usage of Who/ whom
Who+verb (অর্থাৎ who এর পর সরাসরি verb থাকবে) The man who is honest is rewarded. 
Whom + Subject /Noun/Pronoun (Whom এর পরে অন্য কোন Noun pronoun থাকবে)
The man whom I know is punished last night
অর্থাৎ Answer এ Who নাকি Whom হবে সেটি বুঝতে পারব ____ এর পরে verb আছে নাকি Noun, pronoun আছে সেটি দেখে।
ব্যাতিক্রম rule ( 3 star rule) : 
Subj + verb + who + subject + দুটি verb + ext. (ব্যারন্সে নাই)
ব্যাখা : এ ধরনের sentence, অর্থাৎ ___ এর পর যদি দুটো verb থাকে তবে ____ এর পরে subject থাকার সত্ত্বেও Who বসে whom বসে না। কেন? কারণ স্ট্রাকচার টি লক্ষ্য করুন। মোট verb এর সংখ্যা এ ধরনের sentence এ তিনটি (Gap এর আগে একটি ; পরে দুইটি)। কিন্তু মোট subject এর সংখ্যা দুইটি ( gap এর আগে একটি, পরে একটি)।Assertive Sentence এর গঠন অনুযায়ী প্রতিটি verb এর জন্য একটি করে Subject থাকতে হয়। অর্থাৎ verb যদি একটি হয় subject একটি ; verb তিনটি Subject তিনটি ; verb পাচটি হলে subject পাচটি। এখন স্ট্রাকচার টি লক্ষ্য করুন। verb তিনটি subject দুটি। অর্থাৎ বাক্য টি সঠিক করতে হলে একটি অতিরিক্ত subject প্রয়োজন।
এখন who বাক্যে subject হিসেবে ব্যাবহৃত হয়, whom object হিসেবে।ঠিক এ কারনে এ ধরনের স্ট্রাকচারে whom না হয়ে who হয়।
-
What/that (ব্যারন্স এ নাই)
Subject + verb + what + extension 
I know what you want.(that না)
Subject + verb +object + that + extension 
I know the thing that you want (what না)
-
Reflexive pronoun :
বাক্যের subject & complement অংশ একই ব্যাক্তি বা বস্তুকে নির্দেষ করলে Reflexive pronoun ব্যাবহৃত হয়।যেমন :
I had to teach myself 
Help yourself to whatever you like 
নমুনা প্রশ্ন :
An oven that cleans ____ is very handly
a. it b. its c. itself d. it's
-
Reciprocal Pronoun :
Plural subject & Complement কোন কাজ সম্পাদনে একে অপরের ওপর নির্ভরশীলুতা বোঝাতে Reciprocal Pronoun ব্যাবহৃত হয়।
My sister & I visit each other every weekend. 
নমুনা প্রশ্ন : 
They will never find ______ at this crowded place.
a. other b.others c. each other d. one other

No comments

Powered by Blogger.