যারা নতুন কৌচিং এ ভর্তি হয়েছো তাদের উদ্দেশ্যে কিছু কথা

যারা নতুন কৌচিং এ ভর্তি হয়েছো
তাদের উদ্দেশ্যে কিছু কথাঃ
প্রথম প্রথম কৌচিং এর পরীক্ষায় তোমাদের
নাম্বারের অবস্থা এমন হবে;
(১)কারো ভালো হবে
(২)কারো মোটামুটি
(৩)আবার কারো খারাপ হবে।
যাদের ভালো হবে তাদের সর্বাত্মক চেষ্টা করা
রেজাল্ট টা শেষ পর্যন্ত নিয়ে যাওয়া।
অনেকসময় দেখা যায় অনেকে এটা ধরে
রাখতে পারেনা নানা কারনে।ফলে শেষপর্যন্ত
খেই হারিয়ে ফেলে।তাই সাবধান।
যাদের মোটামুটি হবে তাদের উচিৎ এ নম্বরটা বাড়ানোর
জন্য আরেকটু চেষ্টা করে যাওয়া।হয়তো আরেকটু বেশি
পরিশ্রম করলেই এরা প্রথম সারিতে যেতে পারবে।
আর যাদের খারাপ হচ্ছে, নম্বর পাওয়া নিয়ে হতাশ,
মনে হচ্ছে আমার দ্বারা কিচ্ছু হবেনা,পড়ালেখা
ছেড়ে বাড়ি চলে যাওয়ার ইচ্ছা হচ্ছে তাদের
বলব শান্ত হও।প্রথম প্রথম এরকম হয় ই।
হতাশ হলে আর পরাজিত হবা, বরং ভাবো কিসের
জন্য আমার এরকম কম নম্বর আসছে?
হয়তো পড়ালেখা নিয়মিত ভালোভাবে হচ্ছেনা,
কেউ হয়তো হঠাৎ শহরে এসে খাপ খাওয়াতে
পারছেনা।রুটিন মাফিক পড়ালেখা শুরু করে দাও।
সবার সাথে মিশতে থাকো,কথা বলো ভালো লাগবে।
চেষ্টা করলেই খাপ খাওয়াতে পারবা।আর পরিবারের
কথা একদম টেনশন করার কিছুই নাই।
একটা ভালো রেজাল্ট নিয়েই বাড়ি ফিরবে যখন,
তখন এ কষ্টটাই বিজয়ের চওড়া হাসিতে রূপান্তরিত হবে।
অনেকেই স্যারদের লেকচার বুঝতেছ না।ইন্টারে
পড়াশোনা কম হয়েছে বলে এ ধরনের সমস্যা হচ্ছে।
সেল্ফস্টাডিতে বেশি সময় দাও।কোন জায়গাগুলো
বুঝতে পারছোনা তা লজ্জা ভঙ্গ করে স্যারদের বা
বন্ধুবান্ধবদের হেল্প নাও।প্রথম থেকে পড়া শুরু করে
দাও।"ওরা পারলে আমি কেন পারবোনা "এ জিদ
নিয়ে টানা পড়াশোনা শুরু করে দাও।একসময় দেখবা
সবকিছু আয়ত্বে আসা শুরু করে দিয়েছে আর তোমার
নম্বরেরও উন্নতি হতে শুরু করবে।
আর স্যারদের গুরুত্বপূর্ণ কথাগুলো নোট করে
রেখে দিবে।স্যারতো বুঝালেন ঠিকই,আমি নিজে
বুঝলাম কিনা তা দেখতে হবে।
আর যারা নম্বর খারাপ হওয়া সত্বেও সিরিয়াস হচ্ছোনা,
পড়ে পরবো বলে ঘুমিয়ে আছো বা আমার দ্বারা কিচ্ছু
হবেনা এই ভেবে হতাশ তাদের বলবো বাড়ি চলে যাও।
তোমার দ্বারা ঢাবিতে চান্স হবেনা বরং শুধু শুধু বাবা-মার টাকাগুলো নষ্ট করছো।সাথে তাদের তোমাকে নিয়ে
দেখা স্বপ্নগুলোও।
তুমি এটা চাও?
নিশ্চই চাওনা।
তাহলে আজকে থেকেই সিরিয়াস পড়াশোনা শুরু করে দাও।
পরিশ্রম করলে সে পরিশ্রম কখনো বৃথা যায়না।
দেখা হবে বিজয়ে....

No comments

Powered by Blogger.