অনেকেই জানতে চেয়েছো কোন কোন বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমারদের এক্সট্রা মার্কস কাটে মেডিকেল এর মত?


অনেকেই জানতে চেয়েছো কোন কোন বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমারদের এক্সট্রা মার্কস কাটে মেডিকেল এর মত? 🤔 

.
- মেডিকেলে যে সেকেন্ড টাইমারদের এক্সট্রা ৫ নাম্বার কাটে সেটা সবাই জানো। মেডিকেলে ৫ নাম্বার কাটা হয় বিধায় অনেকেই ভাবে বিশ্ববিদ্যালয় গুলোতেও হয়তো সেকেন্ড টাইমারদের মার্কস কাটে। হ্যাঁ কাটে তবে সেটা সব বিশ্ববিদ্যালয়ে না। SUST ও JUST এ সেকেন্ড টাইমারদের এক্সট্রা মার্কস কাটা হয়। 

নিয়মটা হচ্ছে :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( SUST) এ ফার্স্ট টাইমারদের এসএসসির জিপিএকে ২ দ্বারা ও এইচএসসির জিপিএকে ৪ দ্বারা গুণ করা হবে। 
☞ সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে SSC GPA কে ১.৮ দ্বারা এবং HSC GPA কে ৩.৬ দ্বারা গুণ করা হবে।
.
বুঝিয়ে বলছি,
ধরো, একজন ফার্স্ট টাইমার এর এসএসসি পয়েন্ট ৪.০০ এইচএসসি পয়েন্ট ৪.২৫ সেক্ষেত্রে তার জিপিএ মার্কস হবে ২৫। 
আর সেইম পয়েন্ট নিয়ে অর্থাৎ SSC তে ৪.০০ পয়েন্ট আর HSC তে ৪.২৫ পাওয়া সেকেন্ড টাইমার এর জিপিএ মার্কস হবে ২২.৫। 
অর্থাৎ তোমার ২.৫ নাম্বার কাটা গেলো। এটা আসলে তেমন কোনো ব্যাপার নয় MCQ ৩ টা বেশি পারলেই তো এই নাম্বার পুষিয়ে দেয়া যায় এবং এটাই বেশি হয়। 
.
তোমার যদি এসএসসি ও এইচএসসি দুটোতেই জিপিএ ৫ থাকে তবে SUST এ ৩ নাম্বার কাটা যাবে আর JUST এ ১ নাম্বার কাটা যাবে । জিপিএ কম হলে নাম্বার কাটার পরিমান ও কমবে। কারণ এখানে তো কত নাম্বার কাটবে সেটা তো নির্দিষ্ট নয়। নিয়মটা তো আগেই বললাম। ক্লাইম্যাক্স কোচিং - সেকেন্ড টাইমারদের জন্য বেস্ট কোচিং। আবারো বলছি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( SUST) এ ফার্স্ট টাইমারদের এসএসসির জিপিএকে ২ দ্বারা ও এইচএসসির জিপিএকে ৪ দ্বারা গুণ করা হবে। 
☞ সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে SSC GPA কে ১.৮ দ্বারা এবং HSC GPA কে ৩.৬ দ্বারা গুণ করা হবে।
.
এবার তুমি নিজেই হিসাব করে নাও SUST এ মোট জিপিএ মার্কস ৩০ এর মধ্যে তোমার মার্কস কত 
.
আর JUST ( যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এর নিয়মটা হচ্ছে :
√২০১৯ সালে HSC পাশ করা শিক্ষার্থীদের অর্থাৎ ফার্স্ট টাইমারদের SSC+ HSC এর মোট জিপিএ কে ২ দ্বারা এবং ২০১৮ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের অর্থাৎ সেকেন্ড টাইমারদের SSC + HSC এর মোট জিপিএ কে ১.৯ দ্বারা গুন করে মোট ২০ এর ভিত্তিতে গণনা করা হবে। 
.
উদাহরণ :
ধরো তোমার SSC + HSC এর মোট জিপিএ - ৭.৫০
তুমি সেকেন্ড টাইমার হলে তোমার জিপিএ মার্কস ১৪.২৫ 
আর ফার্স্ট টাইমার হলে ১৫। 
.
অর্থাৎ সেকেন্ড টাইমারদের মাত্র ০.৭৫ নাম্বার কাটা গেলো, এটা কোনো ব্যাপার ই না, জাস্ট একটা MCQ বেশি পারলেই হলো। 
.
এবার তুমি নিজেই হিসাব করে নাও তোমার জিপিএ মার্কস কত। 
.
.
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটেই IQ থেকে প্রশ্ন করা হবে, এছাড়াও ইবি, খুবি,বেরোবি, জাককানইবি সহ আরো অনেক বিশ্ববিদ্যালয়েই IQ থেকে প্রশ্ন করা হবে। 
.
IQ নিয়ে একদম টেনশন করোনা, " ছায়ামঞ্চ IQ SUMMIT " বইটি পড়লেই IQ এর প্রিপারেশন কমপ্লিট। " ছায়ামঞ্চ IQ SUMMIT " ই ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে ভালো মানের IQ বই। এই বইটি সংগ্রহ করে IQ এর পূর্নাঙ্গ প্রিপারেশন নেও। 
.
.
SUST ও JUST ব্যতিত আর কোন বিশ্ববিদ্যালয়েই সেকেন্ড টাইমারদের এক্সট্রা কোন মার্কস কাটা হয় না। এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ও সেকেন্ড টাইমারদের এক্সট্রা কোন মার্কস কাটা হয় না। 
.
.
তবে অনেকে আবার এক্সট্রা মার্কস কাটার সাথে নেগেটিভ মার্কিং ব্যাপারটাকে গুলিয়ে ফেলে। দুইটা আলাদা জিনিস রে ভাই। এক্সট্রা মার্কস কাটা হয় জিপিএ থেকে। ক্লাইম্যাক্স কোচিং - সেকেন্ড টাইমারদের জন্য বেস্ট কোচিং। আর নেগেটিভ মার্কিং তো ভুল MCQ দাগানোর জন্য হয়। ওটার ক্ষেত্রে ফার্স্ট টাইমার আর সেকেন্ড টাইমারদের জন্যে একই নিয়ম। যেমন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি ভুল উত্তরের জন্য ০.২০ নাম্বার কাটা যাবে। এই নিয়ম ফার্স্ট টাইমার ও সেকেন্ড টাইমারদের জন্যে একই। 
সব বিশ্ববিদ্যালয়েই এরকম। 
.
.
SUST ও JUST এ সেকেন্ড টাইমারদের এক্সট্রা মার্কস কাটার পরও প্রচুর সেকেন্ড টাইমার চান্স পায় এই বিশ্ববিদ্যালয় গুলোতে৷ 
সুতরাং বুঝতেই পারতেছো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে সেকেন্ড টাইমারদের চান্স পাওয়ার পরিমান আরো বেশি। 
.
১ম বারে যাদের পাবলিক ভার্সিটিতে চান্স হয় নাই। মন খারাপের কোনো কারন নাই। এখনো ২৮ টি পাবলিক বিশ্ববিদ্যালয় সেরা সেরা সাবজেক্ট নিয়ে অপেক্ষা করছে তোমাদের জন্য। তাই 2nd Time এ ভালো কিছু করতে চাইলে এখন থেকেই নিতে হবে সময়োপযোগী প্রস্তুতি।

No comments

Powered by Blogger.