কোন কোন বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে জেনারেল ম্যাথ আসে?

কোন কোন বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে জেনারেল ম্যাথ আসে?
.
★ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিবিএ (E ইউনিট) , আইবিএ ( G ইউনিট) , সমাজ বিজ্ঞান অনুষদ (বি ইউনিট)
★ SUST A UNIT 
★ বিউপির বিবিএ
এছাড়াও আরো কিছু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ম্যাথ আসে।
ম্যাথ এর Preparation কিভাবে নিবেন?
ম্যাথ না বুঝে মুখস্ত করার কোন বিষয় না। আপনাদের যাদের ম্যাথ এর বেসিক বেশি দূর্বল তারা চাইলে প্রথমে অষ্টম ও নবম-দশম শ্রে্ণীর সাধারণ গনিত এর বোর্ডের বই থেকে অনুশীলন করতে পারেন। সবগুলি চ্যাপ্টার না। অষ্টম শ্রেণী এর পাটিগণিত অংশ থেকে শতকরা, সুদ-কষা, ভগ্নাংশ সহ আরও কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলি দেখে নিতে পারেন। আর নবম-দশম শ্রেণীর বই থেকে সূচক, অনুপাত-সমানুপাতসহ আরও কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলি দেখে নিতে পারেন। এগুলো অনুশীলন করলে আপনাদের ভার্সিটি এর Question Pattern সর্ম্পকে কোনো আইডিয়া হবে না।
.
কোন বই থেকে পড়ব :
.
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য বিভিন্ন গাইড বই পাওয়া যায় । অনেক কোচিং আছে যারা কিনা ম্যাথের জন্য আলাদা বই প্রকাশ করে। তবে তুলনামূলক ভাবে Better বই হলো " MATH SUMMIT " বইটি। আপনি এই বইটি ফলো করতে পারেন। সহজেই বুঝার সুবিধার্থে MATH SUMMIT বইয়েই অংকগুলির ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে। আপনি যে বই Follow করেন না কেন A টু Z শেষ করতে হবে। একটা টপিক ও বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটা অংক বুঝে বুঝে অনুশীলন করতে হবে।
.
পরীক্ষায় ম্যাথ কিভাবে উত্তর দিবেন :
.
একেক জনের পরীক্ষা দেওয়ার স্ট্রেটেজী একেক রকম । কেউ প্রথমে সহজ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে । আবার কেই শেষে । আমার মতে পরীক্ষার শুরুর দিকেই কঠিন প্রশ্নের উত্তর দেওয়া উচিত । মানসিক দক্ষতা ও ম্যাথগুলো প্রথমে উত্তর দেওয়া উচিত। কারণ প্রথম দিকে সময় নিয়ে কোন মানসিক চাপ থাকে না । আর মস্তিস্ক অনেক চিন্তামুক্ত থাকে। তবে খুব রিলাক্সে উত্তর দিতে গিয়ে সময় নষ্ট করা যাবে না ।ম্যাথ Timely সলভ করা অনেক বড় একটা ফ্যাক্ট। তাই সবসময় খেয়াল রাখবেন কোনো ম্যাথ সলভ করতেই যেন বেশি সময় যেন ব্যয় না হয়। এজন্যই প্রাকটিস করতে হবে। আপনি পরীক্ষার আগে যত বেশি প্রাকটিস করবেন পরীক্ষার সময় প্রশ্ন তত ইজি লাগবে।
.
অনেকেই বলেছো তোমার General MATH এ সমস্যা। দেখো এটা তোমার একার সমস্যা না, অনেক স্টুডেন্ট ই ম্যাথ বই দেখে নিজে নিজে ম্যাথ করতে গিয়ে হিমশিম খায়। তাই, অভিজ্ঞ শিক্ষক এর তত্ত্বাবধানে থেকে MATH করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া সম্ভব। কারণ, ম্যাথ করতে পারলেই হবেনা, কে কত দ্রুত এবং নির্ভুলভাবে সমাধান করতে পারে সেটাই আসল।
.
চান্স পেতে হলে কিছুটা কৌশলী হতে হয় । কিছু কিছু নির্দিষ্ট জায়গা আছে যেখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয়। আর এই বিষয়গুলো তুমি নিজে বুঝতে না পারাটাই স্বাভাবিক । কিন্তু যারা কোচিং এ ক্লাস নেন তাঁরা অর্থাৎ কোচিং এর শিক্ষকরা এসব ব্যাপারে অনেক অভিজ্ঞ। তাঁরা জানেন কোন কোন বিষয়গুলো বেশি করে পড়াতে হবে। এই মুহুর্তে তোমার সঠিক গাইডলাইন প্রয়োজন । এজন্য কোচিং করতে পারলে সবচেয়ে ভালো হয় ।

No comments

Powered by Blogger.