How To Get A+ in ICT Easily _ Ninja Technique To get A+ In ICT


আইসিটিতে এ+ পাওয়ার নিন্ঞ্জা টেকনিক:

ইন্টারমেডিয়েট লেভেলের বিষয়গুলোর মধ্যে সবচেয়ে
সহজে যে বিষয়টিতে এ+ পাওয়া যায় সে বিষয়টি হচ্ছে
আইসিটি।আমার ব্যাচের অনেকেই ফলাফলে ফেল
করেছিলো,কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে তাদের মধ্যে
কিয়দংশ পরিমানের আইসিটিতে এ+ ছিলো।আইসিটিতে
এ+ পাওয়া আসলেই অনেক সহজ।আমি ইন্টার প্রথম বর্ষের
ফাইনালে পেয়েছিলাম ৯৮,টেষ্টে পেয়েছিলাম
৯৫,বোর্ড পরীক্ষায় পেয়েছিলাম ৯৭
যাই হোক,অলরেডি তোমাদের বাংলা এবং ইংরেজী
পরীক্ষা শেষ হয়ে গেছে।কারো ২ টাই ভালো
হয়েছে,কারো একটা ভালো হয়েছে,
যারা বাংলা বা ইংরেজী যেকোনো একটাতে প্লাস
পাবা তারা আশা রাখো তোমাদের রেজাল্ট এ+ আসার
পথে আগাচ্ছে,কারন এখনো তোমার হাতে আইসিটির
মতো একটি বোনাস পয়েন্টের সাবজেক্ট আছে।আর আমি
আগেই বলেছিলাম বাংলা,ইংরেজী,এবং আইসিটি এ ৩
টা হতে যেকোনো ২ টাতে যে প্লাস রাখতে পারবে তার
মোট রেজাল্ট জিপিএ-৫ আসবেই ইনশাল্লাহ।যাই হোক
কাজের কথায় আসি,বিজ্ঞান এবং ব্যাবসায় শিক্ষা
বিভাগের ১৬ তারিখের আগে আর পরীক্ষা নাই,তার
মানে তোমরা ৮ দিন বন্ধ পাচ্ছো,আর যাদের অর্থনীতি
আছে তাদের আবার ১০ তারিখে এক্সাম আছে।আমি
অর্থনীতি নিয়ে একটা পোষ্ট দিবো,কমেন্ট বক্সে
পোষ্টের লিংক দিয়ে দেবো। আর যারা ৮ দিন বন্ধ
পাচ্ছো এই ৮ দিনের পড়ার একটা গুছানো রুটিন করে
দিবো,এই ৮ দিনে তুমি শুধু আইসিটি পড়লেই
হবেনা,অন্যান্য বিষয়গুলো কি কি কিভাবে কবে পড়বা
সব রুটিনে দিয়ে দেবো,পোষ্ট করে কমেন্ট বক্সে লিংক
দিয়ে দেবো,সহজে রুটিনের পোষ্ট টি খুজে পেতে সবাই
এ পোষ্টে একটি করে কমেন্ট করে রাখো তাহলে আমি
যখন লিংক দেবো তখন নোটিফিকেশন পেয়ে যাবে।
এবার আসি আইসিটি নিয়ে-
লেখা-এইচ এম মহসিন
ভাইয়া আমি তো ৫ম অধ্যায় পাড়িনা,সি প্রোগ্রাম কিচ্ছু
বুঝিনা,এইচটিএমএল তো মাথায় ই ধরেনা তাহলে আমার
কি হবে??আমি কি আইসিটিতে জিপিএ-৫ পাবো??
ভাইয়া তোমাকে কে বলছে আইসিটিতে এ+ পেতে
এগুলো পাড়তে হবে?তুমি যদি এ দুটি চাপ্টার স্কিপ ও
করো তারপরেও তোমার হাতে সহজ চারটি চাপ্টার
থাকে,যেগুলো হতে ৫ টি সহজে উত্তর করতে পারবে।আর
আইসিটি একটু ভালো করে লিখলে ৪০+ পাবা আমি
তোমাদের আশা দিচ্ছি,ট্রাস্ট মি ভাইয়া কমপক্ষে ৪০
পাবাই।আর মচকে কি ১৫ পাবানা??তাহলে হয়ে গেলো ৫৫
আর প্রেকটিক্যালে ২৫ এ ২৫ পাবাই এটা সিউর থাকো।
এবার চলো প্রশ্নের মানবন্টন টা দেখিয়ে দেই-
প্রথম অধ্যায় হতে ১ টি।
২য় অধ্যায় হতে ১ টি।
৩য় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি হতে ১ টি+ডিজিটাল
ডিভাইস হতে ১ টি।
৪র্থ অধ্যায় হতে ১ টি।
৫ম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষা হতে ১ টি+সি
প্রোগ্রাম হতে ১ টি।
৬ষ্ঠ অধ্যায় হতে ১ টি।এভাবে প্রশ্ন হয়ে থাকে।এখন ধরো
তুমি যদি প্রোগ্রামিং একবারেই না পারো তাহলে তুমি
৫ম অধ্যায়ের প্রথম অংশ মানে প্রোগ্রামিং ভাষাটা
পড়লেই একটা উত্তর করে ফেলতে পারবে।সো ভাইয়া,বি
কুল!!!প্রোগ্রামিং না পাড়লে স্কিপ করো,কোনো সমস্যা
নাই,আর যারা পাড়ো তারা অবশ্যই উত্তর করবা।কারন
প্রোগ্রামিং দিতে পারলে কম সময়ে ভালো মার্কস
পাবা।
লেখা-এইচ এম মহসিন
এবার চলো কিছু টপিকস দেখিয়ে দেই সৃজনশীলের জন্য-
প্রথম অধ্যায়-ক এবং খ নং প্রশ্ন যেগুলো হতে আসবে
আমি সেগুলো একসাথে করে উত্তর সহ পোষ্ট করে কমেন্ট
বক্সে লিংক দিয়ে দিবো,আর প্রয়োগ এবং দক্ষতার জন্য
যেগুলো পড়বে-
ভার্চুয়ালরিয়েলটি,বায়োমেট্রিক্স,বায়োইনফরমেট্রি
ক্স,জেনেটিক ইন্ঞ্জিনিয়ারিং,ক্রায়োসার্জারি,
রোবোটিক্স, ই কমার্স,এই টপিকসগুলো বোর্ড বই হতে
পড়বা।
২য় অধ্যায়: ডেটা ট্রান্সমিশন(মোড,মাধ্যম,এলিমেন্
ট),ওয়াইফাই,ওয়াইম্যাক্স,হাব ও সুইচ, নেটওয়ার্ক,ক্লাউড
কম্পিউটিং।
এই কয়েকটা টপিকস পড়লেই এনাফ! তবে এই অধ্যায়ের সব
থেকে ইম্পরট্যান্ট টপিকস হচ্ছে নেটওয়ার্ক টপোলজি।
এখান থেকে প্রশ্ন হবে মূলত ছয়টা নেটওয়ার্ক
ট্রপোলজির একটা দিয়ে বলবে উপরে কোন
নেটওয়ার্কের কথা বলা হয়েছে? কাজ কি? ব্যাখা কর! মন
দিয়ে দুই-আড়াই ঘন্টা পড়লেই এই অধ্যায় শেষ হয়ে যাবে।
জাস্ট স্টার,রিং,বাস,ট্রি বাকি নেটওয়ার্কের কাজগুলা
আর টপিকসটা বুঝে নিবা। যেনো পরিক্ষায় উদ্দীপকে
কোনটার কথা বলা হয়েছে সেটা বুঝতে পারো।আর এ
অধ্যায়ের ক এবং খ এর সকল প্রশ্ন আমি পোষ্ট করে এ
পোষ্টের কমেন্টে লিংক দিয়ে দেবো।
৩য় অধ্যায়: ২ এর পরিপূরক,লজিক গেইট,সার্বজনীন
গেইট,এনকোডার,ডিকোডার,হাফ/ফুল এডার বাস্তবায়ন।
ডি মর্গানের সমীকরনটা জাস্ট মুখস্থ করো। খ নংয়ে
আসতে পারে।
লেখা-এইচ এম মহসিন
মূলত এই অল্প কয়েকটা টপিকস পড়লেই শেষ! এই অধ্যায়
নিয়েই অনেকের মাথা ব্যাথা! ম্যাথ পারি না এটা
সেটা! আসলে এই অধ্যায়টা অনেক মজার! কিছু না
পারলেও লজিক গেইট পড়ে যেও। এটা সব থেকে মজার
অধ্যায়,বুঝে মন দিয়ে পড়লে দুই-তিন ঘন্টায় এই অধ্যায়
শেষ। ট্রাস্ট মি। এই অধ্যায় থেকে এন্সার করলে স্যার ১০
এ ১০ দিতে বাধ্য।
৪র্থ অধ্যায় : ওয়েবসাইট কাঠামো,HTML,টেবিল
তৈরি,ছবি সংযোজন, hyper link সংযোজন। মাত্র এই
কয়েকটা টপিকস। এটা খুব ছোট অধ্যায়। এই অধ্যায়ের
ব্যাখামূলক পড়া হচ্ছে ওয়েবসাইট কাঠামো, যেটা খুবই
সহজ আর মজার। এই কাঠামো থেকে মূলত প্রশ্ন আসলে
আসবে উদ্দীপকটি ট্রি নাকি হাইব্রিড নাকি লিনিয়ার
কাঠামো? ব্যাখা কর এই টাইপ প্রশ্ন। খুবই সহজ। মাত্র ১০
মিনিট পড়লেই কাঠামোর কাহিনী শেষ! ভাইয়া পরে এই
ব্যাপারে শর্টকাট দিয়ে দিবো। মাত্র এক থেকে দেড়
ঘন্টা মন দিয়ে বুঝে পড়লে এই অধ্যায় খতম!
৫ম অধ্যায় :কম্পাইলার,ইন্ট্রারপোলার,ডেটা টাইপ,
অ্যালগরিদম ও ফ্লোচার্ট(সেলেসিয়াস ও
ফারেনহাইট,লিপ ইয়্যার,সমান্তর ধারা,গ.সা.গু,ফ্
যাক্টেরিয়াল প্রোগ্রাম)এই অধ্যায় নিয়ে তোমরা
অনেকেই ভয় পাও! তাই এটা নিয়ে বেশি কিছু বলবো না।
কিন্তু ট্রাস্ট মি এই অধ্যায়টা অনেক সহজ এন্ড মজার। গ,ঘ
নংয়ে একটা প্রোগ্রাম লিখে দিবা ৪ এ ৪ পেয়ে যাবা।
আর সবগুলো সি প্রোগ্রাম আমি পোষ্ট করে কমেন্টে
লিংক দিয়ে দেবো।
৬ অধ্যায়:এ অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুধাবন মূলক
সবগুলো প্রশ্ন আমি টাইপ করে কমেন্টে লিংক দিয়ে
দেবো।আর প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য-
DBMS,কি ফিল্ড,রিলেশনশিপ, ডেটাবেস,সিকিউরিটি।
এটা সব থেকে ছোট অধ্যায়। মূলত ৩ টা রিলেশনশিপের
কাহিনী বুঝলেই এই অধ্যায় শেষ! এই অধ্যায় থেকে মূলত
প্রশ্ন আসতে পারে, উদ্দীপকে যেকোনো একটা
রিলেশনশিপের উদাহরণ দিবে তুমি সিলেক্ট করবা এটা
কোন রিলেশন আর সেটা ব্যাখা করবা। রিলেশনের
কাহিনী বুঝতে মাত্র ২ মিনিট লাগবে। মন দিয়ে মাত্র
এক থেকে দেড় ঘন্টা সময় দিলে এই অধ্যায় শেষ।
প্রেকটিস -এগুলো সব পড়া শেষ হলে টেষ্ট পেপার্স হতে
কিছু কলেজের প্রশ্ন সমাধান করবা,মচকের জন্য সবগুলো
সরকারি কলেজ এবং বোর্ড প্রশ্নগুলো উত্তর না দেখে
সমাধান করবা,দেখবা সব পাড়তেছো।
তো ভাইয়া আর কি বলবো,মানবন্টন,সাজেশন্স,পড়ার
টেকনিক,সব ই তো বললাম,ও হ্যা আরেকটা কথা,১৮
সালের আইসিটি মচকে কিন্তু তোমাদের বড় ভাইয়া
আপুরা বাশ খেয়েছিলো,একটু বেশি হার্ড করেছিলো।
লেখা-এইচ এম মহসিন।তবে আইসিটির মচকেও বেশ
টেকনিক অবলম্বন করা যায়,আমি ভার্সিটির ইন্টার্নাল
বিষয় নিয়ে একটু ঝামেলার মাঝে আছি,তারপরেও
চেষ্টা করিবো মচক নিয়ে আরেকটা রিভিও দিতে।আর
বারবার বলছি আইসিটি নিয়ে দয়া করে কেউ কোনো ভয়
পাবেনা,আমি আস্তে আস্তে সবগুলো অধ্যায়ের সবগুলো
টপিকস নিয়ে আলোচনা করে নিন্ঞ্জা টেকনিক বানিয়ে
দেবো,তোমরা শুধু খাবা।
যাই হোক আপাতত সবাই এ পোষ্ট টি শেয়ার করে নিজের
কাছে রেখে দাও,আইসিটি নিয়ে এখন মাথা ঘামানোর
কোনো দরকার নেই,এখন অপেক্ষা করো আমার রুটিনটার
জন্য,রুটিনটাতে আরো বিস্তারিত সবকিছু বলবো।
বিকেলের মধ্যেই ইনশাল্লাহ তোমরা ৮ দিনের
প্রিপারেশনের পারফেক্ট একটি রুটিন পেয়ে যাবে।
রুটিনে যেভাবে যখন যে বিষয় পড়তে বলবো সেভাবে
পড়লে ইনশাল্লাহ জিপিএ-৫ পাবাই।

No comments

Powered by Blogger.