Barons TOEFL Analysis : Part 1

Barons TOEFL Analysis : Part 1

Image result for Barron's TOEFL Analysis : Part 1
অনেকের কাছেই শুনেছি ব্যারন্স টোফেল ইংলীশে লেখা, পড়তে কষ্ট হচ্ছে, কিচ্ছু বুঝছেন না,পড়াই বন্ধ করে দিচ্ছেন রাগ করে আবার আমি আগের পোস্টে বলেছি টোফেল পড়াটা খুব খুব ইম্পর্ট্যান্ট। তাই SILSWA পক্ষ থেকে আমাদের এই অভিনব পদক্ষেপ।  ব্যারন্স টোফেল এনালাইসিস নামের এই অংশের মোট ১৪ টি পর্বে প্রতিদিন ১০-১১ টা করে রুলস ব্যাখা করে পুরো ব্যারন্স টোফেল টা কাভার করা হবে  আজ পর্ব ১ এ থাকছে প্রথম ১১ টা রুলস 
-
রুলস ১ : সহজ কথা একটা ইংলীশ সেন্টেন্স ভার্ব ছাড়া গঠিত হতে পারে না।একটা পরিপূর্ণ ইংলীশ সেন্টেন্স গঠন করার জন্য ভার্ব থাকা আবশ্যক।
প্রথম উদাহরণ টি লক্ষ্য করুন :
The prettiest girl in our class with long brown hair & brown eyes. বাক্যটিতে কোন ভার্ব নাই।যেহেতু ভারর্ব ছাড়া বাক্যটি সম্পূর্ণ হতে পারে না সেহেতু এই বাক্যে একটি ভার্ব দরকার
তাই বাক্যটিতে with এর স্থলে 'has' যোগ করে বাক্যটি সম্পূর্ণ & কারেক্ট করা হয়েছে 
প্রথম প্রব্লেম টাতে Arizona______a very dry climate.
Arizona একটি নাউন, একটা ভার্ব প্রয়োজন Answer হয়েছে has. 
-
কোথায় ভুল হতে পারে? Verb objectify করতে, পিন পয়েন্ট ইররে এই রুলস টি প্রচুর আসে এবং পাস্ট পার্টিসিপল কে ছাত্র ছাত্রী রা ভার্ব ভেবে এন্সারে ভুল করে বসে। তার আগে জেনে রাখা জরুরী পাস্ট পার্টিসিপিল কি? এটি একটি সেন্টেন্সে এডজেক্টিভ রুপে কাজ করে, এটা দেখতে ভার্ব এর পাস্ট ফর্ম এর মত। একটি এক্সাম্পল লক্ষ্য করুন :
The door shut off in the evening was broken down last night.
প্রথম অংশ টা লক্ষ্য করুন, Shut off দেখতে ভার্ব এর মত, কিন্তু এটা ভার্ব না।এটা একটা পার্টিসিপল। এখন কীভাবে বুঝবো এটা পার্টিসিপল। দেখতে হবে সাবজেক্ট কাজটি নিজে নিজে করতে পারে কিনা? Door নিজে নিজে Shut off হতে পারে কিনা? না পারে না। তার মানে এটা একটা প্যাসিভ ফর্ম এ থাকা সেন্টেন্স যেটার আসল ফর্ম ছিল the door which was shut off যেখানে was ভার্ব, Shut off participle। এই সেন্টেন্স টিকে রিডিউস করে which এবং was তুলে দেয়া হয়েছে। রিডিউসড হয়ে সেন্টেন্স টি একটা রিডিউসড ক্লজে রুপান্তরিত হয়েছে।এবং verb এর মত দেখতে পার্টিসিপল টি Reduce clause এ adj. এর কাজ করছে।
অর্থাৎ ওয়ার্ড টি পার্টিসিপল নাকি ভার্ব এটা চেনার সহজ উপায় হইল সাবজেক্ট ভার্ব এর কাজ নিজে করতে পারে কিনা? নিজে যদি না করতে না পারে তবে বুঝতে হবে এখানে ভার্ব নেই, ভার্ব টি তুলে নিয়ে সেন্টন্স টিকে রিডিউসড ক্লসে পরিণত করা হয়েছে এবং ভার্ব এর মত দেখতে ওয়ার্ড টি পার্টিসিপল এর কাজ করছে।
এবং Participle verb এর কাজ করতে পারে না।
যেমন, The food eaten away, the door closed down, the pen stolen, the teeth connected, the building established etc etc etc.
দ্বিতীয় প্রব্লেম টাই লক্ষ্য করুনএকটা পিন পয়েন্ট ইরর রয়েছে।
Venomous snake with modified teeth connected to poison glands in which the venom is secreted & stored. বাক্যের ভুল কোথায় আইডেন্টিফাই করতে হবে।
Same problem, connected কে দেখে ভার্ব মনে হচ্ছে, এটা ভার্ব না, বাক্যটা ছিল the teeth which was connected, which & was কে তুলে এখানে রিডিউসড ক্লজে রুপান্তর করা হয়েছে। তার মানে Venomous snake সাবজেক্ট টার ভার্ব নাই, তাই with এর স্থলে has বসিয়ে সেন্টেন্সটি কারেক্ট করতে হবে,
The venomous snake has modified teeth........ অর্থাৎ সেন্টেন্সটির A অপশনে ভুল। 
-
রুলস ২ : রুলস টা বুঝতে সহজ, আয়ত্ত্বে আনাটা কঠিন।খুব সহজ কথা, অনেক গুলো শব্দ দেয়া আছে, এই শব্দ গুলোর পর ভার্বের ইনফিটিভ রুপ হয়। Infinitive অর্থ To+ Verb এর বেইস ফর্ম। সহজ কথা কোন বাক্য গুলোর পরে ইনফিনিটিভ হবে সেগুলো মুখস্থ করতে হবে।
প্রথম এক্সাম্পল টা দেখুন,
He wanted (spoke) with Mr. X
wanted এর পর ভার্বের ইনফিনিটিভ রুপ হয়।
অর্থাৎ কারেক্ট রুপ টি হবে-
He wanted to speak with Mr. X
-
রুলস ৩: একই ব্যাপার। কিছু শব্দ দেয়া আছে
এগুলোর পর Gerund হয়। Gerund এর স্ট্রাকচার Verb+ing। শব্দ গুলো মুখস্থ করতে হবে,এই শব্দ গুলো থাকলে পরের ভার্ব এর Gerund Form হবে।
একটি এক্সাম্পল দেখুন
She is considering (not to go)
Considering এর পরে ভার্ব এর জেরান্ড Form
অর্থাৎ Answer not going
-
রুলস ৪ : অনেক গুলো Phrase দেয়া আছে।অত মুখস্থ করার দরকার নাই।মনে রাখবেন, সাধারণত To বাদে প্রতিটা Preposition এর শেষে ing হবে। অর্থাৎ যদি Preposition (To ব্যাতীত) এর পরে verb থাকে সেটি ing হয়।
এখন কিছু কিছু Phrase এর শেষে যদি To থাকে তবে সেক্ষেত্রেও ভার্ব এর শেষে ing যোগ হয়।অন্যথায় To এর শেষে verb এর base form। তাহলে কোন কোন ফ্রেজের পরে টু থাকলে বেইজ ফর্ম না হয়ে ing যোগ হয়?With a view to, with an eye to, get used to,get forward to. এই ফ্রেজ গুলোর শেষে To থাকলেও verb এর ing হয়।অন্যক্ষেত্রে base form হয়। এবং To ব্যাতীত সকল প্রিপজিশনের পর verb এর সাথে ing হয়।
Example : I have been looking forward to (meet) you
Looking forward এর পর verb+ing. Answer meeting
ব্যাতিক্রম:( be verb + likely) এর পর ভার্ব এর ইনফিনিটিভ রুপ হয়
He is likely (knowing) the news
is likely এর পর ভার্বের ইনফিনিটিভ। Answer : To know 
-
রুলস ৫ : ছোট বেলায় পড়ছেন। Verb এর Present form কী? Past form কী আর Past participle form কী? মনে রাখবেন, Verb হিসেবে বাক্যে verb এর প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম বসতে পারে, Participle form পারে না।কারন টা আগেই বলেছি, Participle works as adjective. তাহলে বাক্যের প্রেজেন্ট পাস্ট আর পার্টিসিপল ফর্ম গুলো আমাদের ভাল ভাবে মুখস্থ রাখতে হবে। 
Example : They (done) it very well after they had practiced
Done verb এর পার্টিসিপল ফর্ম।এটা ভার্ব হতে পারবে না। After এর পর ভার্বের পাস্ট পারপেক্ট ফর্ম রয়েছে। তাহলে টেন্সের নিয়ম অনুসারে আগের টা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে।তাহলে verb হবে পাস্ট ফর্মে। উত্তর : They did it very well.....
-
রুলস ছয় : মডাল ভার্বের পর ভার্বের বেইজ ফর্ম হয়।বেইস ফর্ম কী আগেই আলোচনা করেছি।মডাল ভার্ব গুলা লিস্ট দেখলেই বুঝতে পারবেন।
Example : He may (gone)
may মডাল ভার্ব।এরপর ভার্বের বেইজ ফর্ম বসবে।Answer হবে He may go.
-
রুলস সাত+আট+নয় : এক সাথে আলোচনা করব। সুবিধা হবে। প্রথমত :
logical conclusion কী? কোন একটি ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে আরেকটি ঘটনা অবশ্যাম্ভী ভাবে ঘটবে- এটিই Logical Conclusion. অর্থাৎ logical conclusion একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটি ঘটনা ঘটার আবশ্যকীয়তা(must) কে নির্দেশ করে।তাই logical conclusion এর ক্ষেত্রে must modal auxiliary ব্যাবহার করা আবশ্যক।এখন এই logical conclusion তিনটা কালের পরিপ্রেক্ষিতে ঘটতে পারে।অতীত, চলমান বর্তমান, সাধারন বর্তমান।তিনটা কালের পরিপ্রেক্ষিতে must তিনরকম ভাবে ব্যবহৃত হয়।
সেগুলো কী? একে একে আসুন।
* Past event নির্দেশক শব্দ (Last+time, Previous +Time, পূর্বে ঘটেছে এমন কোন ঘটনা) থাকলে must have + verb এর পার্টিসিপল ফর্ম হবে।
Example : As the incident occured, My friend must have called last night.
*Present Continuous Tense নির্দেশক শব্দ (now, at this moment) থাকলে Must be+verb +ing হয়।
Example : As the match begins, my friend must be calling now
* Present infinite Tense নির্দেশক শব্দ (Often,always) থাকলে Must+ verb এর base form বসে।
Example : My friend must call me often.
-
রুলস ১০ : মনে রাখবেন
Know + Noun/pronoun (object) : I know the place.
Know how + (Infinitive form of verb) : I know how to make tea
-
রুলস ১১ : প্রচন্ড ইম্পর্টেন্ট এবং আমরা প্রচুর ভুল করি।তিনটা স্ট্রাকচার মনে রাখা জরুরী।
Used to + verb এর base form
Get used to + verb+ ing
be verb (is/was/am/are)+ used to + verb + ing
Example : I used to (do) it.
Answer : do
I get used to (do) it.
Answer : doing
I am used to (do) it.
Answer : Doing
সবাইকে ধন্যবাদ।আজ এ পর্যন্তই।

No comments

Powered by Blogger.