HSC ব্যাচ-২০১৯ তোমাদের সকলের জন্য একটা সতর্কবাণীঃ
HSC ব্যাচ-২০১৯ তোমাদের সকলের জন্য একটা সতর্কবাণীঃ
প্রতি বছর রেজাল্টের পর অসংখ্য পোলাপানের আকুতি কানে আসেঃ
★ভাইয়া আমার ইংরেজিতে বি/সি/ডি আছে এখন আমি কি করবো কোথাও তো পরীক্ষা দিতে পারছি না?
★ভাইয়া ইংরেজিতে রেজাল্ট ভালো না থাকার কারণে আমি কোথাও ফরম তুলতে পারছি না।
★ভাইয়া অমুক ভার্সিটির তমুক ইউনিটে ভর্তি হওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও ইংরেজিতে বি/সি/ডি থাকার কারণে পরীক্ষা দিতে পারছি না।
★ভাইয়া অমুক ভার্সিটির তমুক সাবজেক্টে ভর্তি হওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু ইংরেজিতে বি/সি/ডি থাকার কারণে ভাল পজিশনে থেকেও পছন্দের সাবজেক্টটাতে ভর্তি হতে পারছি না।
.
সমাধানঃ
.
হ্যা ভাইয়া আমি আগেও সতর্ক করেছি আজও করছি ভর্তি পরীক্ষার জন্য ইংরেজি যেমন গুরুত্বপূর্ণ তেমনি ইংরেজিতে ভালো রেজাল্টও গুরুত্বপূর্ণ।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক ইউনিটে ফরম তোলা ও সাবজেক্ট পাওয়ার জন্য ইংরেজিতে শর্ত দেয়া থাকে।তুমি সেই শর্ত পূরণ করলে ফরম তুলতে পারবা ও পছন্দের সাবজেক্ট পাবা আর না হলে তুমি অযোগ্য বিবেচিত হবা।
যেহেতু তোমাদের ইংরেজি পরীক্ষা এখনো হয় নি সেহেতু চেস্টা করো ইংরেজিতে ভালো একটা পয়েন্ট রাখার তাহলে তোমরা আশংকামুক্ত থাকতে পারবা।
.
এখন আসি ইংরেজিতে কতো পয়েন্ট থাকা দরকারঃ
★ইংরেজিতে যদি তোমার এ প্লাস অথবা এ গ্রেড থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই তুমি পুরা সেইফ।
★যদি এ মাইনাস থাকে তাহলে মোটামুটি কিছু জায়গা বাদে বাকি জায়গার জন্য যোগ্য।
★যদি বি গ্রেড থাকে তাহলে কিছু জায়গার জন্য যোগ্য বিবেচিত হবা।
★আর যদি সি/ডি গ্রেড থাকে তাহলে তেমন কোনো জায়গার জন্য যোগ্য হবা না।
.
তাহলে বুঝতেই পারতেছো ইংরেজিতে ভালো পয়েন্ট রাখাটা কতোটা জরুরী।এখনো সময় আছে এই ক'টা দিন চেস্টা করো ইংরেজিতে ভালো একটা পয়েন্ট যেন থাকে।ইংরেজিতে এ মাইনাসের নিচে যেন কোনোভাবেই না আসে।
.
সময় নস্ট না করে পড়াশুনা করে নিশ্চিন্তে পরীক্ষা দাও।সেইসাথে অবশ্যই মাথায় রাখবা রেজাল্টটা অবশ্যই যেন তোমার যোগ্যতার থেকে একটু বেশিই ভাল হয় তাহলে তোমার জন্য ভাল হবে।
সকলের জন্য শুভ কামনা।
দেখা হবে বিজয়ে।
.
তোমার বন্ধুদের মেনশন ও শেয়ার করে জানিয়ে দাও যাতে তারা সতর্ক হতে পারে।
প্রতি বছর রেজাল্টের পর অসংখ্য পোলাপানের আকুতি কানে আসেঃ
★ভাইয়া আমার ইংরেজিতে বি/সি/ডি আছে এখন আমি কি করবো কোথাও তো পরীক্ষা দিতে পারছি না?
★ভাইয়া ইংরেজিতে রেজাল্ট ভালো না থাকার কারণে আমি কোথাও ফরম তুলতে পারছি না।
★ভাইয়া অমুক ভার্সিটির তমুক ইউনিটে ভর্তি হওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও ইংরেজিতে বি/সি/ডি থাকার কারণে পরীক্ষা দিতে পারছি না।
★ভাইয়া অমুক ভার্সিটির তমুক সাবজেক্টে ভর্তি হওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু ইংরেজিতে বি/সি/ডি থাকার কারণে ভাল পজিশনে থেকেও পছন্দের সাবজেক্টটাতে ভর্তি হতে পারছি না।
.
সমাধানঃ
.
হ্যা ভাইয়া আমি আগেও সতর্ক করেছি আজও করছি ভর্তি পরীক্ষার জন্য ইংরেজি যেমন গুরুত্বপূর্ণ তেমনি ইংরেজিতে ভালো রেজাল্টও গুরুত্বপূর্ণ।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক ইউনিটে ফরম তোলা ও সাবজেক্ট পাওয়ার জন্য ইংরেজিতে শর্ত দেয়া থাকে।তুমি সেই শর্ত পূরণ করলে ফরম তুলতে পারবা ও পছন্দের সাবজেক্ট পাবা আর না হলে তুমি অযোগ্য বিবেচিত হবা।
যেহেতু তোমাদের ইংরেজি পরীক্ষা এখনো হয় নি সেহেতু চেস্টা করো ইংরেজিতে ভালো একটা পয়েন্ট রাখার তাহলে তোমরা আশংকামুক্ত থাকতে পারবা।
.
এখন আসি ইংরেজিতে কতো পয়েন্ট থাকা দরকারঃ
★ইংরেজিতে যদি তোমার এ প্লাস অথবা এ গ্রেড থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই তুমি পুরা সেইফ।
★যদি এ মাইনাস থাকে তাহলে মোটামুটি কিছু জায়গা বাদে বাকি জায়গার জন্য যোগ্য।
★যদি বি গ্রেড থাকে তাহলে কিছু জায়গার জন্য যোগ্য বিবেচিত হবা।
★আর যদি সি/ডি গ্রেড থাকে তাহলে তেমন কোনো জায়গার জন্য যোগ্য হবা না।
.
তাহলে বুঝতেই পারতেছো ইংরেজিতে ভালো পয়েন্ট রাখাটা কতোটা জরুরী।এখনো সময় আছে এই ক'টা দিন চেস্টা করো ইংরেজিতে ভালো একটা পয়েন্ট যেন থাকে।ইংরেজিতে এ মাইনাসের নিচে যেন কোনোভাবেই না আসে।
.
সময় নস্ট না করে পড়াশুনা করে নিশ্চিন্তে পরীক্ষা দাও।সেইসাথে অবশ্যই মাথায় রাখবা রেজাল্টটা অবশ্যই যেন তোমার যোগ্যতার থেকে একটু বেশিই ভাল হয় তাহলে তোমার জন্য ভাল হবে।
সকলের জন্য শুভ কামনা।
দেখা হবে বিজয়ে।
.
তোমার বন্ধুদের মেনশন ও শেয়ার করে জানিয়ে দাও যাতে তারা সতর্ক হতে পারে।
No comments