Barons TOEFL Analysis : Part 2

#Barrons_TOEFL_Analysis

পর্ব ২ 

-Image result for Barron's TOEFL Analysis : Part 1
কেমন আছো সবাই  আবারও চলে এলাম ব্যারন্স টোফেল এনালাইসিস নিয়ে। পর্ব ২ তে আজ থাকছে ১২- ২০ পর্যন্ত রুলসের এনালাইসিস। 
Rule 12 & 13 : খুব একটা গুরুত্বপূর্ণ না রুলস টা। Had better ঔচিত্য এবং Would rather পছন্দ অর্থে ব্যাবহৃত হয়।এত অর্থ বুঝে কাজ নাই।বাক্যে এদের কাজ মডাল ভার্ব এর মত।এদের পর ভার্ব এর base form বসে।
I would rather (to drive)
Ans ' Drive(would rather+verb এর base form)
I had better (leaving) the place
Ans : Leave(had better + verb এর base form)
-
Rule 14 : would rather that এর পরবর্তী অংশ Past indefinite tense হয়, Present কিংবা Future Tense নয়।
এখন কেন Past Indefinite? এর উত্তর টা হচ্ছে Clause marker এর আগের অংশে Would আছে, Would হল will এর পাস্ট ফর্ম। তাই Parallelism অনুসারে পরের অংশ টাও Past হবে। এত কিছু মনে না থাকলে সহজে মনে রাখেন, would rather that + past indefinite tense
Example : I would rather that you (not) do it.
Answer : did not do (would rather+Past Indefinite)
-
Rule 15 : 'Negative Imperative' কী?
- 'না' বোধক অনুজ্ঞাসূচক বাক্য।
কীভাবে প্রকাশ করে?
বাক্যের শুরুতে verb অথবা Please+ verb ব্যাবহার করে।
Negative Imperative এর একটি অংশ হচ্ছে না বোধক অনুরোধসূচক বাক্য।১৫ নং রুলস টা মূলত এটা নিয়েই। দুটো রুলস মনে রাখা জরুরী:
Please + don't/didn't + verb + extension
(বিশেষ দ্রষ্টব্য: don't /didn't এর পর একটি main verb প্রয়োজন।কাজেই এ ধরনের সেন্টেন্সে don't /didn't এর পরে To+verb অর্থাৎ infinitive হবে না।সরাসরি verb এর base form হবে।)

Would you please + not (don't/didn't না) +Verb + extension
ভুল কোথায় হবে?
আমরা would you please এর পরে আবার don't অথবা didn't বসাব।মবে রাখতে হবে, যেহেতু এ ধরনের imperative sentence এ বাক্যের শুরুতে Modal auxiliary হিসেবে would বসেছে সেহেতু আর কোন auxiliary দরকার নেই।তাই would you please +not হবে। don't/didn't না।
Example :
1.please don't (to park) here
Answer : park
2. Would you please (don't smoke)
Answer : not smoke
-
Rule 16-20 : Causative verb*****
Five star Rules. পুরো টোফেলের ভেতর সম্ভবত সবচাইতে important রুলস।
একে একে রুলস গুলোতে আসুন।
- Causative verb কী?
"কর্তা কাজ নিজে না করে অন্য কে দিয়ে করাবে "- এ ধরনের বাক্যে যে পাচটি verb ব্যাবহৃত হয়।
এই পাচটি verb হল make, get, have let, help.
-
-
Make&Let*****(5 star rule)
Subj+make/Let+ব্যক্তিবাচক/বস্তুবাচক noun(someone/something) +verb এর base form+extension
Example :
# His mother made him (to take) those medicine
Answer: take
# His mother let him (goes) to school
Answer : go
Get*****(5 star rule)
Subj+Get+ব্যাক্তিবাচক noun(someone)+ infinitive +extension
Subj+Get+বস্তুবাচক Noun(something)+ verb এর Past participle form + ext.
ভুল কোথায় হবে?
Get এর পর ব্যাক্তিবাচক subject এর ক্ষেত্রে infinitive না করে base form বসিয়ে ফেলব।base form হবে না। verb infinitive form এ হবে। বস্তুবাচক object এর ক্ষেত্রে participle form ব্যাবহার করতে ভুলে যাব অথবা ভুল করে পার্টিসিপল এর পূর্বে be ব্যাবহার করে ফেলব।
Example:
# Lets get you (go) with us
Answer: to go.
Lets the car (wash)
Answer : washed (wash অথবা be washed অথবা to be washed কোনটাই না, শুধুমাত্র verb এর past participle form)
Have***
Subj+Have+ব্যাক্তিবাচক noun(someone) +verb এর base form+extension
Subj+Have+বস্তুবাচক noun (something)+verb এর Past participle form +extension
Example :
# Boss had us (give) oral reports
Answer : give
# Tom had a tooth (fill)
Answer : filled
Help*
Subj+help+ব্যাক্তিবাচক noun(someone) + infinitive/verb এর বেইজ ফর্ম + extension
Example: I am helping him (do) it
Answer : do or to do
কোথায় ভুল যাবে?
প্রশ্নে দুইটা এন্সারই থাকতে পারে।সেক্ষেত্রে দুটো অপশন ই কারেক্ট এরকম যে উত্তর টা থাকবে সেটা এন্সার করতে হবে। যেমন:
In partnership,Henry Flager_________the standard oil company.
a. helped form
b.helped forming
c.helped to form
d.helped formed
e.a+c
আমরা তাটাহুড়া করে a অথবা c answer করে চলে আসব। কিন্তু দুটো এন্সারই সঠিক।answer হবে e
-
মনে রাখবেন:
১. ব্যাক্তিবাচক noun থাকলে শুধুমাত্র get এর পর To+verb হয়।বাকি সকল causative verb এর ক্ষেত্রে verb এর base form বসে।help এর পর দুটোই বসে।
২.get& have এর পর বস্তুবাচক noun থাকলে participle.। let & make এর বস্তুবাচক noun হলে base form.
৩.causative verb সাবজেক্ট ও টেনস অনুযায়ী পরিবর্তিত হয় এবং সেক্ষেত্রে sentence form এর রুলস অপরিবর্তিত থাকে।
Example :
I am making him do it.
He gets the car washed.
I had the tooth filled last night.
He lets me do it.
৪.causative verb গুলোকে অবশ্যই বাক্যে verb এর কাজ করতে হবে। অন্যথায় sentence টি সঠিক নয়। যেমন :
He getting me to do it (সঠিক না)
I making you do it (সঠিক না)
-
আজ এ পর্যন্ত।ধন্যবাদ সবাইকে।

No comments

Powered by Blogger.