Barons TOEFL Analysis : Part 3

Barons TOEFL Analysis : Part 3

Image result for Barron's TOEFL Analysis : Part 1
Rules 21-26 :
Conditional কী?
"একটি কাজ ঘটবে ; তার শর্ত সাপেক্ষে অন্য আরেকটি কাজ ঘটবে"- এ ধরনের অর্থবোধক sentence গুলোকে conditional sentence বলে। যেমন: If you come, I will go
অর্থাৎ আমি যাব যদি তুমি আসো এই শর্ত সাপেক্ষে 😊
Conditional Sentence কীভাবে গঠিত হয়?
দু ভাবে :
1.If দ্বারা
2. Unless দ্বারা
Conditional Sentence কত প্রকার?
চার প্রকার :
1.zero conditional
2.Present conditional
3.Past conditional
4.Perfect conditional
-
প্রতিটি ক্লজের ক্ষেত্রে আমরা দুটো করে ক্লজ পাব।একটি Subordinate Clause ( If/unless যুক্ত Clause টি) এবং আরেকটি Principle Clause (ক্লজ মার্কার থাকবে না কোন)।
বেশী ব্যাখার দরকার নাই।বেশী পেচানোর ও দরকার নাই।চারটা স্ট্রাকচার মনে রাখলেই চারটা কন্ডিশনাল পুরা কাভার হয়ে যাবে।
1. zero conditional :
If + present indefinite tense+Subj+verb+extension
অর্থাৎ If যুক্ত ক্লজ Present Indefinite Tense হলে পরের টিও Zero Conditional এ Present Indefinite tense হয়।
Example : If I am you, I do the work
-
2.1st/present conditional:
If+ present indefinite tense+Subj+Shall/will+verb+extension.
Example : If I am you, I will do the work.
NB: If এর পর Present Indefinite Tense থাকলে পরের ক্লজ Present/Future Indefinite দুটোই হতে পারে।প্রশ্নে দুটো অপশনই এক সাথে থাকবে না। হয় প্রেজেন্ট টেন্সের অপশন টি থাকবে, না হলে ফিউচার টেন্সের অপশন থাকবে।যদি দুটোই থাকে তবে ফিউচার টেন্স টি এন্সার করা শ্রেয়।
Sample Question : If I go there, The authority __________this project
a. approve
b. is approving
c. will be approving
d.would approve
e. would've approved
Ans : a
-
3.2nd/past conditional :
If+Past Indefinite Tense/were+Subj+would+verb এর base form +Extension
Example:
If I went, he would come
If I were you, I would go
-
4.3rd/perfect condition
If+Past perfect Tense+Subj+would have+ verb এর past participle form+extension
If I had gone, he would have come
-
5.Unless
If এর ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য, Unless এর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। শুধু একটা প্রধান পার্থক্য আছে।Unless নেতিবাচক অর্থ প্রকাশ করে।Unless শব্দের অর্থ যদিনা। তাই Sub ordinate clause এ Unless থাকলে Principle clause সবসময় Negative হবে।অর্থাৎ auxiliary verb এর সাথে একটি not যোগ হবে।
-
Example : Unless you go there, I wont come
Unless you went there, I would not come.
-
ভুল কোথায় হতে পারে?
১. If/Unless যুক্ত ক্লজ টিকে Future Tense এ করে ফেলা। মনে রাখতে হবে, Sub ordinate clause কখোনো Future tense এ হয় না। অর্থাৎ If/Unless যুক্ত ক্লজ কখোনো Future tense এ হতে পারবে না, কেবল মাত্র principle clause টিই Future tense এ হতে পারবে।Zero conditional থেকে আসা প্রশ্ন গুলো তে আমরা এ ভুল টি প্রচুর করি।
নমুনা প্রশ্ন :
The argument is fulfilled if you ________the assertion with mechanism & example.
a.analysis b.will analysis c.would analysis d.analyzing e.a+b
আমরা অনেকেই b অথবা e এন্সার করে চলে আসব।ভাল করে লক্ষ্য করুন।
1.Sentence টি কন্ডিশনাল Sentence
2.Principle clause টি প্রেজেন্ট টেন্স।
অর্থাৎ এটি জিরো কন্ডিশন।If যুক্ত ক্লজ টি Present Indefinite হবে।Answer a
২. Unless যুক্ত ক্লজ টি Negative করে ফেলা।মনে রাখবেন Unless শব্দের অর্থ যদি না।অর্থাৎ unless নিজেই একটি নেতিবাচক শব্দ।তাই Unless যুক্ত Subordinate clause টি কখোনো নেগেটিভ হবে না।নেগেটিভ হবে Principle clause টি।
নমুনা প্রশ্ন:
I wont go there unless you______
a.come
b.don't come
c.didn't come
d.will come
e.wont come
-
Rule 27 & 28 :
Rule 27 এ কিছু ভার্ব দেয়া আছে। Ask Demand Desire Insist Prefer Propose Recommend Request Require Suggest Urge. এই ভার্ব গুলো মুখস্থ করুন। এই ভার্ব গুলোকে বলে Subjunctive verb. একটি বাক্যে যদি দুটো ক্লজ থাকে & ক্লজ মার্কারের আগের ভার্ব যদি সাবজাংটিভ ভার্ব হয় তবে ক্লজ মার্কারের পরের অংশের verb টি -
(১) Base form এ হয় (২) কখোনো কোন Auxiliary verb এর সাথে যুক্ত হয় না,Negative sentence এ ও না (৩) কখোনো Singular Plural হয় না & 's' বা 'es' ভার্বের সাথে যুক্ত হয় না। (৪) Present বা Past form হয় না। সর্বদা base form.(is/was হবে না, be হবে)
Example :
He prefers that she (speaks) with him
Answer : Speak ( that এর আগে সাবজাংটিভ ভার্ব)
I propose that the vote (is) secret
Answer : be
The doctor suggested that you won't smoke
Answer : not smoke
28 নং রুলস টা নতুন করে মুখস্থ করার প্রয়োজন নেই।২৭ নং রুলস এ যে ভার্ব গুলো পড়েছেন ২৮ নং রুলসে সেই ভার্ব গুলোই Noun form এ আছে।Demand, Insistence Preference Proposal Recommendation Request Requirement Suggestion. ২৭ নং রুলসে এই ওয়ার্ড গুলোই verb form এ ছিল।তাই ২৭ নং রুলসের ওয়ার্ড গুলো মনে রাখতে পারলেই ২৮ নং রুলসের ওয়ার্ড গুলো মনে রাখা যাবে।এবং রুলস ও সেইম।ক্লজ মার্কারের আগে উল্লেখিত Noun থাকলে Clause Marker এর পরের ভার্ব টির ক্ষেত্রে ২৭ নং রুলস এর নিয়ম গুলো প্রযোজ্য থাকবে। এ ধরনের Noun গুলোকে বলে Nouns derived from Subjunctive verb.
Example :
The recommendation that we (are) evaluated was approved
Answer : be
-
Rule 29 :
দুটো রুলস মনে রাখবেন।
It is essential /imperative /important /necessary+infinitive(to+verb) + extension
অথবা
It is essential /imperative /important /necessary +that+subj+ verb এর base form (present/past tense হবে না, S /es যুক্ত হবে না, আগে কোন অবস্থায় কোন ধরনের auxiliary বসবে না)+ extension
Example :
It is necessary that he (is) on time.
Answer :
it is necessary that he be on time
or,
It is necessary to be on time
-
Rules -30 : খুব বেশী গুরুত্বপূর্ণ না।যদি sentence দিয়ে purpose প্রকাশ পায় তবে সেক্ষেত্রে preposition 'to 'বসে
Example :
I eat rice ______live
a.of b.to c.fot d.against e.to
Answer : to
**মনে রাখুন,
এই রুলস থেকে যদি প্রশ্ন আসে তবে উত্তর করার সহজ উপায় হচ্ছে, to ব্যাতীত অন্যান্য preposition এর পরে verb+ing হয়। সেক্ষেত্রে যদি____ এর পরের verb টির সাথে ing যুক্ত না থাকে তবে উত্তর হবে to. সেন্টেন্স পরে অত বোঝার দরকার নেই কি বুঝিয়েছে।Verb এর দিকে তাকালেই বুঝে ফেলবেন।
আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। 
-
বিশেষ দ্রষ্টব্য : Barrons TOEFL Analysis এর পরবর্তী পর্বগুলি ৪ ই জুন থেকে আবারো নিয়মিত পোস্ট করা হবে। এর আগ পর্যন্ত Barrons TOEFL Analysis সম্পর্কিত পোস্ট গুলি সাময়িক বন্ধ থাকবে।
😊 এর মধ্যে আপনারা S@ifurs vocabulary : level 1, Phrases & preposition (A-D) মুখস্থ করে ফেলুন 😊। আমি পরীক্ষা নেব।

No comments

Powered by Blogger.