Barons TOEFL Analysis : Part 4
Barons TOEFL Analysis : Part 4

আগের তিনটি পর্বে আমরা ১-৩০ পর্যন্ত রুলস আলোচনা করেছি।আজ থাকছে ৩১-৪১।
-
Rules 31-Rules 33 :
তিনটি sentence লক্ষ্য করুন।
My weeding ring is made of white gold
The report is written by Phil
The project is to be completed by the authority.
তাহলে passive sentence এর কমন স্ট্রাকচার হল Subj+auxiliary verb + verb এর Past participate form (রুলস ৩১)
এখন বাক্যে যদি object থাকে সেক্ষেত্রে স্ট্রাকিচার Subj + auxiliary verb + verbএর past participle form + by + object
মনে রাখতে হবে দুটো জিনিস। auxiliary verb এর ভার্ব এর Past participle form এবং প্রিপজিশন হিসেবে সাধারণত by। অন্য কোন প্রিপজিশন না (রুলস ৩২)
এবং ইনফিনিটিভ বাক্যকে যদি passive করতে হয় সেক্ষেত্রে স্ট্রাকচার Subject + auxiliary verb + to + be + verb এর past participle form +by + object( যদি থাকে) (রুলস ৩৩)।বুঝতে অসুবিধা হলে স্ট্রাকিচার তিনটার সাথে ওপরের বাক্য তিনটি মিলান। কোন সমস্যা থাকবে না।
*বি: দ্র : প্রশ্নে যে Passive sentence দেয়া সেটা বোঝার উপায় কী? সহজ উত্তর, Subject পরীক্ষা করা।Passive sentence এর সাবজেক্ট নিজে কাজ করতে পারে না। ওপরের সেন্টেন্স গুলো লক্ষ্য করুন।
Weeding Ring নিজে নিজে Made হতে পারে না।
Report নিজে write হতে পারে না।
Project নিজে কমপ্লিট হতে পারে না।
Subject & Verb এর মধ্যে এ ধরনের সম্পর্ক থাকলে sentence টি হবে passive voice এ 😊।
-
Rule - 34 :
Subj + need + ing
Subj + need + not + v1( base form)
Subj + need + to + v1
subj + need + to be + v3 (participle)
Subj + in need of + noun
-
need এর এতগুলা নিয়ম টোফেলে নাই। & need এর এগুলার বাইরে আর কোন রুলস নাই
।এ স্ট্রাকচার গুলো মনে রাখলে need সম্পর্কিত যে কোন sentence পারা যাবে।
-
Rules 35 :
It is believed/hypothesized/known/said/thought/true/written + that + Subject + verb + object.
স্ট্রাকচার টা মনে রাখলেই হবে।
যেমন :
It is believed that all mammals(subject) experience (verb) dreams (object)
নমুনা প্রশ্ন :
1.____________ our ancestors built this city
a. It is believed that b.that it is c.that is believed d.that believing
2.it is believed that our ancestors _____this city
a.to build b.building c.built d.to be building
-
Rule 36&37 :
Subj + have/has + verb এর participle form + object (Active voice এর ক্ষেত্রে)
I have done it.
Subj + have/has been + verb এর participle form + object (passive voice এর ক্ষেত্রে)
She has been accepted.
-
Rule 38 :
# By + Time phrase + Future perfect tense
By the year 2010, researches will have discovered a cure for cancer.
By five o'clock jan will have left
# By the time যুক্ত ক্লজ Present Indefinite Tense হলে, পরের ক্লজ টি Future perfect Tense হবে।
By the time the movie starts, we will have reached there.
We will have reached there by the time the movie starts.
নমুনা প্রশ্ন:
I)By the time the movie____, we will have reached there.
a.starts b.will start c.will have started d.has started
ii) By the time the movie starts, we ____there
a.reach b.will reach c.has reached d.will have reached
iii) By 2010, I ________there.
a.go b.has gone c.will go d.will have gone
-
Rules 39 :
Subj + had hoped that + Subject + would +V1 + Object
I had hoped that she would come.
নমুনা প্রশ্ন:
I had hoped that she ______
a.comes b.came c.had come d.would come
I ______ that she would come
a.hope b.hoped c.am hoping d. had hoped
-
Rules 40-41 :
খুব একটা ইম্পর্টেন্ট না রুলস টা।বেশ ইজি।
প্রিন্সিপাল ভার্ব যদি participle কিংবা ing যুক্ত অবস্থায় থাকে তবে অবশ্যই সেই প্রিন্সিপাল verb এর আগে একটি auxiliary verb থাকতে হবে।অন্যথায়, principle verb v3 কিংবা ing অবস্থায় থাকতে পারবে না।auxilary verb কী হবে সেটা Subject, Active Sentence, Passive sentence অনুসারে vary করবে।
যেমন :
I am going there
I am beaten by him.
He has been working here
He has been accepted by the authority.
-
Rules 31-Rules 33 :
তিনটি sentence লক্ষ্য করুন।
My weeding ring is made of white gold
The report is written by Phil
The project is to be completed by the authority.
তাহলে passive sentence এর কমন স্ট্রাকচার হল Subj+auxiliary verb + verb এর Past participate form (রুলস ৩১)
এখন বাক্যে যদি object থাকে সেক্ষেত্রে স্ট্রাকিচার Subj + auxiliary verb + verbএর past participle form + by + object
মনে রাখতে হবে দুটো জিনিস। auxiliary verb এর ভার্ব এর Past participle form এবং প্রিপজিশন হিসেবে সাধারণত by। অন্য কোন প্রিপজিশন না (রুলস ৩২)
এবং ইনফিনিটিভ বাক্যকে যদি passive করতে হয় সেক্ষেত্রে স্ট্রাকচার Subject + auxiliary verb + to + be + verb এর past participle form +by + object( যদি থাকে) (রুলস ৩৩)।বুঝতে অসুবিধা হলে স্ট্রাকিচার তিনটার সাথে ওপরের বাক্য তিনটি মিলান। কোন সমস্যা থাকবে না।
*বি: দ্র : প্রশ্নে যে Passive sentence দেয়া সেটা বোঝার উপায় কী? সহজ উত্তর, Subject পরীক্ষা করা।Passive sentence এর সাবজেক্ট নিজে কাজ করতে পারে না। ওপরের সেন্টেন্স গুলো লক্ষ্য করুন।
Weeding Ring নিজে নিজে Made হতে পারে না।
Report নিজে write হতে পারে না।
Project নিজে কমপ্লিট হতে পারে না।
Subject & Verb এর মধ্যে এ ধরনের সম্পর্ক থাকলে sentence টি হবে passive voice এ 😊।
-
Rule - 34 :
Subj + need + ing
Subj + need + not + v1( base form)
Subj + need + to + v1
subj + need + to be + v3 (participle)
Subj + in need of + noun
-
need এর এতগুলা নিয়ম টোফেলে নাই। & need এর এগুলার বাইরে আর কোন রুলস নাই
।এ স্ট্রাকচার গুলো মনে রাখলে need সম্পর্কিত যে কোন sentence পারা যাবে।
-
Rules 35 :
It is believed/hypothesized/known/said/thought/true/written + that + Subject + verb + object.
স্ট্রাকচার টা মনে রাখলেই হবে।
যেমন :
It is believed that all mammals(subject) experience (verb) dreams (object)
নমুনা প্রশ্ন :
1.____________ our ancestors built this city
a. It is believed that b.that it is c.that is believed d.that believing
2.it is believed that our ancestors _____this city
a.to build b.building c.built d.to be building
-
Rule 36&37 :
Subj + have/has + verb এর participle form + object (Active voice এর ক্ষেত্রে)
I have done it.
Subj + have/has been + verb এর participle form + object (passive voice এর ক্ষেত্রে)
She has been accepted.
-
Rule 38 :
# By + Time phrase + Future perfect tense
By the year 2010, researches will have discovered a cure for cancer.
By five o'clock jan will have left
# By the time যুক্ত ক্লজ Present Indefinite Tense হলে, পরের ক্লজ টি Future perfect Tense হবে।
By the time the movie starts, we will have reached there.
We will have reached there by the time the movie starts.
নমুনা প্রশ্ন:
I)By the time the movie____, we will have reached there.
a.starts b.will start c.will have started d.has started
ii) By the time the movie starts, we ____there
a.reach b.will reach c.has reached d.will have reached
iii) By 2010, I ________there.
a.go b.has gone c.will go d.will have gone
-
Rules 39 :
Subj + had hoped that + Subject + would +V1 + Object
I had hoped that she would come.
নমুনা প্রশ্ন:
I had hoped that she ______
a.comes b.came c.had come d.would come
I ______ that she would come
a.hope b.hoped c.am hoping d. had hoped
-
Rules 40-41 :
খুব একটা ইম্পর্টেন্ট না রুলস টা।বেশ ইজি।
প্রিন্সিপাল ভার্ব যদি participle কিংবা ing যুক্ত অবস্থায় থাকে তবে অবশ্যই সেই প্রিন্সিপাল verb এর আগে একটি auxiliary verb থাকতে হবে।অন্যথায়, principle verb v3 কিংবা ing অবস্থায় থাকতে পারবে না।auxilary verb কী হবে সেটা Subject, Active Sentence, Passive sentence অনুসারে vary করবে।
যেমন :
I am going there
I am beaten by him.
He has been working here
He has been accepted by the authority.
No comments